স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে “রণাঙ্গনে বীর বাহাদুর” মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটকটি মঞ্চায়িত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) মুড়াপাড়া গাজী অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হয়। নাট্য অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। স্বনামধন্য লেখক,গবেষক,কলামিষ্ট ও সফল সভাপতি লায়নমীর আব্দুল আলীম’র অনুপ্রেরণায় নাটকটিতে অভিনয় করেছে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা।
নাটকটি মূল কাহিনী নেয়া হয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জীবন থেকে। তিনি রণাঙ্গনে বীর বাহাদুর। নাটকটি উপভোগ করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন,বিজয়ের মাসে যেমন আনন্দ তেমন বেদনাও । যারা শহীদ হয়েছে তাদের জন্য বেদনা।
তিনি বলেন, রূপগঞ্জে আমরা যুদ্ধ করেছি। যারা আমাদের আশ্রয় দিয়েছিলো তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মুক্তিযোদ্ধারা বেশি দিন বেচে থাকব না। মুক্তিযোদ্ধাদের অবদান নাটকের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মন্ত্রী নাট্য অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
রণাঙ্গনে বীর বাহাদুর নাটকে অভিনয় করেছেন সাংবাদিক মকবুল হোসেন ,জি এম শহিদ, নাজমুল হোসেন, আলামিন মিন্টু, সাইফুল ইসলাম,সুমন মজুমদার, শেখ সুমন, আতাউর রহমার সানি, মীর সফিক,রোবেল শিকদার,শরিফ,বিপ্লব,শাহিন,সোহেল কিরন,তুষার, জায়েদ,সুজন,মাসুদ,চিকন আলী,রাজ্জাক,নুরু মিয়া ,মহিলা অভিনেত্রী সহ আরো অনেকে । এসময় উপস্থাপনায় ছিলেন সাংবাদিক শহিদুল্লা গাজি।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, এসিল্যান্ড তরিকুল ইসলাম, ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, তারাব পৌর মেয়র হাসিনা গাজি,মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন আলমাছ,সাংবাদিক আলম হোসেন, এ হাই মিলন,খলিল শিকদার, আশিকুর রহমান হান্নান ,জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |