নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর প্রতীক গাজী সেতুর জন্য অধিগ্রহনকৃত ভুমির মালিকদের মাঝে ক্ষতিপুরন বাদ সরেজমিনে এলএ চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সেতুর পশ্চিম পার্শে ইছাখালী এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসন (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা।
এতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, এসিল্যান্ড তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এনায়েত হোসেন, ভুমি অধিগ্রহন কর্মকর্তা নুরে আলম, কাননগো আতিকুর রহমান মজুমদার, সার্ভেয়ার মশিউর রহমান, জহিরুল ইসলাম।
সাংবাদিক মকবুল হোসেন, কাওসার মিয়া , যুবমহিলীগের সেলিনা আক্তার রিতাসহ আরো অনেকে।
ভুমি কর্মকর্তারা জানান, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এর প্রচেষ্টায় প্রায় ৭৮ কোটি টাকা নির্মাণ ব্যয়ে বীর প্রতীক গাজী সেতুটি নির্মাণ করা হয়েছে।
৫৭৬ মিটার দৈর্ঘ্য সেতুটির জন্য প্রায় ১৬৫ শতাংশ ভুমি অধিগ্রহন করা হয়। মোট ৪৫ জন ক্ষতিগ্রস্থ্য ভুমি মালিককে ক্ষতিপুরন দেয়া হচ্ছে।
এর মধ্যে ৩১ জন ক্ষতিগ্রস্থ্য ভুমি মালিককে ক্ষতিপুরন দেয়া হয়েছে। বাকিদেরও পক্রিয়ার মাধ্যমে দেয়া হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |