নিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামের এক যুবক।শুক্রবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ফতুল্লার দাপা ইদ্রাকপুর কবরস্থান রোড এলাকার নওয়াব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সুমন একজন মাদকাসক্ত। দুই বছর ধরে বেকার কর্মহীন হয়ে ভবঘুরের মতো জীবনযাপন করতো। হতাশা ও পরিবারের বকাঝকার কারণে অভিমান করে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।
আর ঘটনার পরে অল্প সময়ের মধ্যে পরিবারের সদস্যরা নিহত সুমনের লাশ নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি দাপা এলাকায় আসা মাত্র ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এর আগে সে পাশে পাথরের স্তুপে দাঁড়িয়ে ছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগের পরে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |